কোন ঘটনা ঘটার পরে যে সব লোকের মনে…

কোন ঘটনা ঘটার পরে যে সব লোকের মনে হয় তারা আগেই বুঝতে পারছিল, এইটা আবারো দেখাইয়া দেয় যে, সব ব্রেইন একইভাবে প্রোগ্রাম করা। ঠিকঠাক পরিস্থিতিতে নিয়া ফেললে একইভাবে রিয়েক্ট করে, প্রেডিক্টেবল।

ঘটনা ঘটার পরে আগেই জানতাম মনে হওয়া ব্রেইনের এক ইল্যুশন, বিভিন্ন সংকেত মিলাইয়া দ্রুত ব্রেইন গল্পটা তৈরি করে, ব্রেইনের অধিকারীকে ব্যাখ্যা প্রদান করে স্বস্থি দিতে। হাইন্ডসাইট বায়াস নামে ডাকা হয় এই প্রবণতাকে, এটা থেকে মুক্তি না মিললে মানুষ যা বুঝে না তারে বুঝে বোলে ভ্রম করে। আর নিশ্চয়ই বিদ্যমান সকল ভ্রমের মধ্যেই এটাই সবচাইতে বড় ভ্রম।

মুরাদুল ইসলাম