কমপ্লিট হতাশা বা ডিস্পেয়ার কী বা যখন কেউ…

কমপ্লিট হতাশা বা ডিস্পেয়ার কী, বা যখন কেউ বলেন যে অমুকে সব আশা ছেড়ে দিয়ে হতাশ আছে।

প্রথমত মনে হয়, ব্যক্তি কোন কিছু নিয়া হতাশ আছে। মানুষেরা যখন হতাশার কথা বলেন, তখন এটাই বুঝান। একটা জিনিশ পাইতেছে না, এই নিয়া হতাশ।

হতাশার ক্ষেত্রে, প্রথমে মানুষ একটা জিনিশ হইতে চায় কিন্তু পারে না ফলে হতাশ। যেমন কেউ চাইতেছে ফিল্মের কোন এক জনপ্রিয় নাইয়ক বা নাইকা হইতে। কিন্তু পারতেছে না। এই না পারা তারে হতাশ করে।

কিন্তু এইটা হতাশা না, এই হতাশা আসল হতাশারে ট্রিগার করে।

এই আসল হতাশা হলো, তার সেলফ নিয়াই তার সমস্যা হয়। সে ওই নাইয়ক বা নাইকা হইতে পারতেছে না, এই না পারার জন্য হতাশা না, হতাশা ওই সেলফরে সহ্য করা নিয়া, যে সেলফ ওই নাইয়ক বা নাইকা হইতে পারে না। এই সেলফরে বহন করা, সহ্য করা তার জন্য অসহ্য হয়ে উঠে।

তার হতাশা, এই সেলফ থেকে সে মুক্তি পাইতেছে না এইজন্য। এর থেকে পালানোর জায়গা তার নাই। ফলে হতাশার যে পেইন এটা প্রতিনিয়ত চলতে থাকে।

সে যদি ওই নাইয়ক বা নাইকা হয়ে যাইতে পারত, তাহলে তার সেলফ থেকে একটা মুক্তি ছিল। কিন্তু তা সম্ভব নয়। মূলত, তার হতাশার কারণ তার “নিজে” হইতে না পারা।

কীয়ের্কেগার্ড সিকনেস আনটু ডেথে এইভাবে ডেসপায়াররে ব্যাখ্যা করেন।

মুরাদুল ইসলাম