একালে আমাদের সাহিত্যিকদের পরস্পরের সম্পর্ক প্রতিযোগীতার।&hellip &hellip একই…

একালে আমাদের সাহিত্যিকদের পরস্পরের সম্পর্ক প্রতিযোগীতার।

একই দলের সাহিত্যিকদের মধ্যে যে ঈর্ষা জর্জরতা দেখেছি, যে সমস্ত মন্তব্য উচ্চারিত হতে শুনেছি, সেসব প্রকাশের অধিকার আমার নাই।

……

বামনের ও চাঁদ ধরতে সাধ হয় এবং লোকে উপহাস করলেও ওটা মনুষ্য স্বভাবের কোন আত্মবিস্মৃত ধর্ম…

রোহিত মৎস যতই গভীরে চলুক- জলের উপরে একটি দাগ পড়ে; যাদের দৃষ্টি প্রখর তাদের চোখ এড়ায় না।

……

অহং গড়ে তোলে মানুষ, তা থেকে আত্মাকে পাবার জন্য। অহং হল প্রতিমা তার মধ্যেই দেবতার মত আত্মা যখন আবির্ভূত হন তখন প্রতিমা মাটিত্ব থেকে মুক্তি পায়। তার রঙ ও রাঙ্গতার গৌরব ধুলায় মেশে।

…………

প্রীতির মানুষ, স্নেহের মানুষ, মমতার মানুষ দুঃখের ভাগ নিলে মনে হয়, একজনের অতীতেই দেউলে হয়ে যাই নি, ফকির হয়ে যাই নি!

……

আমার সাহিত্য জীবন – তারাশঙ্কর বন্দোপাধ্যায়।

মুরাদুল ইসলাম