এই কালের মানুষ তোমার কাছে শয়তান এসে বলছে…

এই কালের মানুষ, তোমার কাছে শয়তান এসে বলছে, তোমারে নিত্য নতুন তথ্য দিব। তুমি জ্ঞানী হইয়া যাইবা, অনেক জানবা। প্রতিদিন, একেক দিন একেক বিষয়। একদিন তুমি জ্যোতির্বিদ, অন্যদিন গোয়েন্দা। ভিন্ন ভিন্ন বিষয়ের নতুন তথ্য, অফুরন্ত, পাইতে থাকবা। বিণিময়ে, তুমি আমারে দিবা তোমার লাইফ।

এই কালের ফস্টাস, তুমি শয়তানের সাথে এই চুক্তিতে সম্মত হইলা।

তোমার ফাউস্টিয়ান বাস্তবতা।

এখন তোমার কাছে গিয়ান আছে, তথ্য আছে, ফিয়ার অব মিসিং আউট আছে, শর্ট টার্ম মেমোরি আছে কিন্তু তোমার লাইফ নাই, কারণ তোমার “এক্ট” নাই। একশন না থাকলে লাইফ থাকে না।

মুরাদুল ইসলাম