উপদেশ হতে হয় ব্যক্তিগত

উপদেশ হতে হয় ব্যক্তিগত।

যেমন, লোকের কথায় কান দিবেন না।

এই উপদেশ হচ্ছে জেনারালাইজ উপদেশ।

ব্যক্তি আপনার জন্য উপদেশ দিতে হলে, আগে আপনার কাহিনী জানতে হবে। আপনার অবস্থা কী, প্রকৃতি কী, এবং কেন উপদেশ চাইতেছেন।

জেনারালাইজ উপদেশ একজনের জন্য ঠিক হলে, অন্য আরেকজনের জন্য তার উলটা টা ঠিক হতে পারে।

এইজন্য প্রবাদে পরস্পর ভিন্ন অর্থধারী প্রবাদবাক্য থাকে।

উপরোক্ত, লোকের কথায় কান দিবেন না উপদেশ ঐ ব্যক্তির জন্য ঠিক হতে পারে, যিনি আত্মবিশ্বাসহীনতায় ভুগছেন, অতিরিক্ত ইমোশনাল যিনি, কাজ শুরু করতে ভয় পাচ্ছেন, তারে ইনিশিয়াল একটা স্পার্ক দিতে, সাহস দিতে এই উপদেশ কাজের হতে পারে।
কিন্তু, আরেকজন ব্যক্তি, যে মানুষের ক্ষতি করে যাচ্ছে, ভয়ানক কাজ করে যাচ্ছে, বা যার এম্প্যাথি এমনিতেই কম, সে এই উপদেশ মানলে, সাইকোপ্যাথে পরিণত হবে। কোন ধরণের অপরাধবোধ ছাড়া মানুষের ক্ষতি করে যাবে।

তার জন্য এই উপদেশের উলটা টা প্রযোজ্য। লোকের কথায় কান দেন, ইমোশনাল ইন্টিলিজেন্স বাড়ান, আপনারে লয়ে বিব্রত রহিতে … প্রত্যেকে মোরা পরের তরে।

ফলে, কোন জেনারালাইজ উপদেশ নিবার আগে, ভেবে দেখুন এর উলটা টা আপনার পরিস্থিতি ও প্রকৃতির হিশাবে প্রযোজ্য কি না।

মুরাদুল ইসলাম