অসততা বিষয়ে

এমন কিছু কাজ আছে বা পরিস্থিতি তৈরী হয়, যখন কোন কাজ আপনি করতে পারবেন, আইনত কোন বাঁধা থাকবে না। আইনগতভাবে গ্রহণযোগ্য কিন্তু কাজটা অনৈতিক হইতে পারে।

ধরা যাক, এক লোক বিপদে পড়েছে। সে তার ব্যবসা বিক্রি করতে চায় কারন তার পয়সার দরকার। আপনার কাছে সে আসল। আপনি বুঝতে পারলেন সে বিপদে পড়ছে। সে তার ব্যবসা বিক্রি করতে চাইল সত্তইর টাকায়। কিন্তু বাজার বিচারে আপনি বুঝতে পারলেন এই ব্যবসার দাম নব্বই টাকা। নব্বই টাকায় কিনলে ক্রেতার কোন লস হবে না, বাজার এবং ব্যবসার গুনমান বিচারে। এখন প্রশ্ন, আপনি কত টাকায় সেই ব্যবসা কিনবেন?

নব্বই ভাগ মানুষ বা তারো বেশী মানুষ, এমন পরিস্থিতিতে চাইবে দাম আরো কমানি যায় কি না। সে চাইবে পঞ্চাশ টাকায় কিনা যায় কি না। এটা অবশ্যই তার অর্থনৈতিকভাবে ভালো সিদ্ধান্ত। অথবা সত্তইর টাকা দিয়া কিনলেও আইনত কোন সমস্যা নাই।

কিন্তু একজন ম্যান অব ভার্চ্যু, এই ব্যবসা কিনবেন নব্বই টাকা দিয়াই। লাভ ও ক্ষতির হিসাব তার কাছে ভিন্ন সাধারণ মানুষের চাইতে। এইজন্যেই তিনি অসাধারন। ত তিনি কীভাবে এমন হইলেন? নিত্য সচেতন চেষ্টার মাধ্যমে, আর কিছুটা হয়ত তার ভিতরেই ছিল। বাকীগুলা তিনি অর্জন করে নেন। (জানুয়ারী ১৯, ২০১৭)

মুরাদুল ইসলাম