অরুন্ধতী রায়ের এক কথা দেখলাম ফেসবুকে। তিনি বলতেছেন…

অরুন্ধতী রায়ের এক কথা দেখলাম ফেসবুকে। তিনি বলতেছেন সিস্টেম কলাপ্স করবে। আমরা বেশি, তারা অল্প, ইত্যাদি।

অকুপাই ওয়াল স্ট্রিটেও এইরকম কথা ছিল, আমরাই ৯৮ ভাগ।

এবং এটা একটা কমন কথা, প্রায়ই দেখবেন।

সুন্দর আছে, কিন্তু মিথ্যা। কারণ “আমরা” ৯৮ ভাগ না। এই ৯৮ ভাগে কোন “আমরা” নামক দল নেই। “আমরা” বেশির দলে, এটা এক ডেঞ্জারাস চিন্তা। নাৎসিরাও এইভাবে মনে করত, তারা বেশি। দুনিয়ার যত জায়গায় দূর্বলের উপর নিপীড়ন হইছে এবং হয়, সব জায়গায় আগে প্রতিষ্ঠা হয় আমরাই বেশি।

প্রথমে “আমরা” বেশি প্রতিষ্ঠা হয়। এরপর “আমরার” যিনি নেতা, যা ইচ্ছা তাই করতে পারেন। তথাকথিত “আমরা"র ভিতরে অনেকে এর বিরুদ্ধে থাকে কিন্তু বলতে সাহস পায় না, কারণ আগেই প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা বেশি "আমরা"র মত। বেশি আমরার বিরুদ্ধে যাবে এমন বেলফই কই থাকবে?

সুতরাং, বেশি "আমরা"র ক্ষমতাবানেরা স্বেচ্ছাচার চালিয়ে যান।

মুরাদুল ইসলাম