সবার ঘরেই মা বইন আছে

 

এই কথাটি প্রায়ই শুনে থাকবেন। কিন্তু কথাটিতে সমস্যা আছে। ধরা যাক, একটা মেয়ে যাচ্ছে আর এক বখাটে তারে উত্যক্ত করল। তখন বিচার প্রার্থীরা বলবে বিচারটা করতে হবে কারণ সবার ঘরেই মা বইন আছে।

অথবা, কাউকে মেয়েদের উত্যক্ত করা থেকে ঠেকাইতে বলা হবে, সবার ঘরেই মা বইন আছে।

কিন্তু এইক্ষেত্রে প্রশ্ন আসে, সবার ঘরে মা বইন না থাকলে কী হইত?

ধরি কারো ঘরেই মা বইন মাইয়া নাই। এমতাবস্থায় একটা মাইয়া হেঁটে যাচ্ছে, তারে উত্যক্ত করা কি তখন ঠিক হবে?

নিজের ঘরের মা বইনদের বাঁচাইতে যেন এই অন্যায়ের প্রতিবাদ, এমন ধারনা দেয় কথাটি।

এবং কথাটি উল্লিখিত ব্যক্তির প্রতি অন্যায়রে লঘু করে, লঘু করে তার ব্যক্তি অধিকার।

হতে হবে, একজন ব্যক্তির প্রতি অন্যায় করা হইছে, তার অমতে তার সাথে ফষ্টিনষ্টি করার চেষ্টা করা হইছে, এটা আইনে অপরাধ, অতএব অন্যায়কারীর বিচার হওয়া দরকার। এতে বিচারপ্রার্থীদের ঘরে মা বোন মাইয়ার থাকা না থাকা যেন বিষয় হয়ে না উঠে।

মুরাদুল ইসলাম