রাসেল মিনসের মার্ক্সবাদ সমালোচনা

মার্ক্সবাদ নিয়া রাসেল মিনসের সমালোচনামূলক বক্তব্য পড়লাম দুই দিন আগে। আমেরিকান ইন্ডিয়ান লোকদের অধিকার বিষয়ে অগলালা লাকোটা একটিভিস্ট ছিলেন তিনি।

বক্তব্যের শুরুতেই তিনি লেখার বিরোধীতা করেন। বলেন লেখা তাদের সংস্কৃতিতে বিকৃত উপস্থাপন হিসেবে দেখা হতো, তারা বিশ্বাস করতেন কথাবার্তায়। ফলে তিনি আসলে বক্তৃতাটি লিখেন নি, বলে গিয়েছেন, শুনে আরেকজন লিখেছে।

ইউরোপের সাথে বা ইউরোপিয়ান কালচারের সাথে অন্য এলাকার লোকদের কালচারের পার্থক্যটা তিনি দেখাতে চেয়েছেন। তার মতে, পুঁজিবাদ যেমন ইউরোপিয়ান তেমনি মার্ক্সবাদও। হেগেলিয়ান র‍্যাশনাল ধারার উত্তরসুরী মার্ক্সবাদ। উৎপত্তি ইউরোপে।

তার মতে, ইউরপিয়ানরা কোন পাথর খনি পেলে সেখান থেকে যত পারা যায় পাথর তুলবে, অন্য জায়গায় এই পাথর দিয়ে উন্নয়নের নাম করে। কিন্তু খনি অঞ্চলে পরিবেশের ক্ষতি তারা বিবেচনায় নেয় না। ইন্ডিয়ান আমেরিকানদের কনসেপ্টে উন্নতি এমন নয়।

তিনি বলেন, ক্যাপিটালিস্ট সিস্টেম যে উন্নতির চাকা ঘুরাতে চায়, মার্ক্সবাদ তাই বজায় রেখে কাজ করে। তিনি রাশিয়া এবং চীনের উদাহরণ দেন।

মুরাদুল ইসলাম