মুক্তিযুদ্ধ নিয়া উলটা পালটা বলার স্বাধীনতা

বাংলাদেশ এক রক্তাক্ত প্রক্রিয়ার ভিতর দিয়া স্বাধীন হইছে। এখন কেউ কেউ দাবী করে থাকেন, এই স্বাধীনতা যুদ্ধ নিয়া উলটা পালটা কথা যাতে কেউ না বলতে পারে, আইন করে নিষিদ্ধ করা হউক। এরকম কোন আইন হইলে তা হবে অন্যায় আইন। হলোকাস্ট ডিনাই করছিলো এক লোক ডেভিড আর্ভিং, এই কারণে অস্ট্রিয়া তারে জেলে দেয়। ২০০৬ সালের এই ঘটনার প্রেক্ষিতে দার্শনিক পিটার সিংগার লিখেছিলেন এর বিরুদ্ধে।*

সিংগার হলোকাস্টের ভিক্টিম, কিন্তু তাও তিনি এই ধরনের আইনের ভয়াবহতা-অনৈতিকতা বুঝতে পেরে এর বিরুদ্ধে দাঁড়িয়ে বলেন, যেসব ইউরোপিয়ান দেশে এই আইন আছে তা বাদ দিতে হবে। জন স্টুয়ার্ট মিলের অন লিবার্টি থেকে তিনি উল্লেখ করেন, On Liberty, John Stuart Mill wrote that if a view is not “fully, frequently, and fearlessly discussed,” it will become “a dead dogma, not a living truth.”

মুক্তিযুদ্ধরে ও তার ইতিহাসরে আমাদের লিভিং ট্রুথ বানানোর কথা, কোন ডেড ডগমা নয়। মুক্তিযুদ্ধ নিয়া উলটা পালটা বলার স্বাধীনতা রদ করা যেন পরাধীন পাকিস্তানি মিলিটারী শাসকদের অধীন পূর্ব পাকিস্তান বানানো দেশরে।

* Free Speech, Muhammad, and the Holocaust; Peter Singer, Project Syndicate.

 

-সেপ্টেম্বর, ২০১৭-

মুরাদুল ইসলাম