পুরুষের ফেইক নারীবাদেও সমস্যা নাই

নারীসঙ্গ লাভের জন্য বা নারীদের নিকটে যাইতে পুরুষদের নারীবাদ চর্চারে আমরা কি এক ধরনের প্রেম চর্চা হিসেবে দেখতে পারি নে? এতে হিপোক্রিসি আছে। হিপোক্রিসি হচ্ছে একটা করছি দেখাইয়া আরেক উদ্দেশ্য সাধন। প্রায় প্রেমই এমন হিপোক্রিসির মধ্য দিয়া সংঘটিত হয়। নায়ক নায়িকা কিন্তু প্রথমেই পরস্পরকে প্রেম নিবেদন করেন না। একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে তারা যান, যাকে বলা যায় হিপোক্রিটিক পদ্বতি। ফলে পুরুষ নারীবাদীদের এই চর্চাকে অযথা দোষ দেয়া যায় না। সব প্রেমই বা নারীদের নিকট যাওয়ার পদ্বতি যেহেতু এই সমাজে এমনই।

মুরাদুল ইসলাম