ডেটিং এপ – লাভ ম্যারেজ বিষয়ক তত্ত্ব

লাভ ম্যারেজ বেশি ঠিকে না দেখা যায়। এর চেয়ে এরেঞ্জড ম্যারেজ বেশি ঠিকে। ঐতিহাসিকভাবেও ম্যারেজের সাথে লাভ টাভের সংস্লিষ্টতা অল্প। ম্যারেজ একটা ব্যবসায়িক প্রকল্পই। বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে নাকী মানুষের জীবন দৃষ্টি চল্লিশ বারের মত পরিবর্তিত হয় সাধারনত। ফলে লাভ ম্যারেজ না ঠিকার সম্ভাবনা বেশি হইয়া যায়।

আধুনিক যুগে ডেটিং এপ প্রি-রোমান্টিক পিরিয়ডের ফ্যামিলির ভূমিকা নিছে ওয়েস্টে। ডেটিং এপে প্রথমদিকে তারা দেখাইত ইউজারের চাহিদা অনুযায়ী ইউজার। কিন্তু দেখা গেল এতে রিলেশন ঠিকে না। পরে তারা নিজস্ব হিসাব মতে ইউজারের সামনে অন্য ইউজাররে তুইলা ধরতে থাকল। এতে রিলেশন ভালো ঠিকছে। এখানে এপের ভূমিকা ফ্যামিলির মতই, যে নিজের হিসাবে পাত্র বা পাত্রী ঠিক কইরা দেয়। তবে ফ্যামিলির মত দেয় না সরাসরি, এমনভাবে দেয় যে যাতে ইউজার মনে করেন তার স্বাধীনতা আছে। কয়েকটি অপশনের মধ্যে চয়েজ করার স্বাধীনতা অবশ্য থাকে তার। বর্তমান কালে স্বাধীনতার স্বরূপই এই।

ফলে আমার মত হইল ডেটিং এপ দ্বারা যে রিলেশন হবে, তা যদি বিয়া পর্যন্ত গড়ায়, তাইলে সেই বিয়া বেশি ঠিকবে, নন ডেটিং এপ লাভ ম্যারেজের চাইতে। কিন্তু এরেঞ্জড ম্যারেজের চাইতে তা আনহ্যাপি হইতে পারে বিভিন্ন অপশনের মধ্যে চয়েজ করার স্বাধীনতার কারণে। বিভিন্ন অপশনের মধ্য থেকে একটাকে চয়েজের স্বাধীনতা মানুষকে আনহ্যাপি করে।

মুরাদুল ইসলাম