আসামে বিজেপি ও ইমাজিনারি এনিমি

ভারতে আসামে বিজেপি বিধায়ক বাংলাদেশ দখলে নিতে চান বলেছেন। এই বক্তব্যকে সরাসরি নিয়ে যারা হাউ কাউ করছেন তারা থামতে পারেন। বিজেপি বা ইন্ডিয়ার লাভ নাই পুরা বাংলাদেশ নিয়া। দূর ভবিষ্যতে কিছু অংশ নিতে পারে, কিন্তু তাও আরেক টার্ম বা দুই টার্ম বিজেপি ক্ষমতায় আসার পর সে দৃশ্য সামনে আসতে পারে। সেই পলিটিক্সটা হবে এই যুক্তিতেContinue reading আসামে বিজেপি ও ইমাজিনারি এনিমি

হেল ইজ আদার পিপল

আমরা আমাদের ব্যাপারে অন্যের জাজমেন্ট কী সেইটা মাথায় নিয়া ও সেই অনুপাতে নিজেরে রাইখা চলি। অর্থাৎ, আপনারে লোকে গম্ভীর বলে জানে, অতএব আপনে গাম্ভীর্জ একটা রাখবেন। এইরকম। এই সমস্যারেই সার্ত্রে ‘হেল ইজ আদার পিপল’ বলছিলেন।

ভক্তকূল

ফ্যান তথা ভক্ত হইল গুরুর খাদ্য বলছিলেন হুমায়ূন আজাদ সাহেব। কিন্তু কথাটি ঠিক নয় সব ক্ষেত্রে। অনেক সময় ভক্তাভক্তিরা যার ভক্ত তারা, তারে খাইয়া ফেলে। যেমন আমাদের মোশাররফ করিম সাব। তিনি আজে বাজে নাটক অনেক করলেও অভিনেতা ভালো, আর্টের ভালো খারাপ বুঝতে পারেন বলেই মনে হয়। তার বক্তব্য বদলাইতে হইছে ভক্তাভক্তির চাপে। কারণ এমন একContinue reading ভক্তকূল

নির্মমতা

সিজনাল সব্জী গাছ ইত্যাদির প্রতি মানুষের মায়া সিজনালই। যেমন, লাউ গাছ ধরা যাক। মাচা টাচা বেঁধে দিবে, পানি দিবে। লাউ ধরবে, খাবে, ডুগডুগি বানাবে। আর সিজন শেষ হলেই লাউ গাছ কেটে ফেলবে। ক্রুয়েলটি আছে ব্যাপারটাতে, স্বার্থপর ক্রুয়েলটি।

বিজ্ঞাপন

এই বিজ্ঞাপনে সাবকনশাসরে মেসেজ দিতে চাচ্ছে, গাড়িটা এখানে আর গাড়ি থাকছে না, নারীও হয়ে যাচ্ছে অবচেতনের কাছে। একইরকম বিভিন্ন কোল্ড ড্রিংক্স বা খাবারের বিজ্ঞাপনেও দেখা যায়। দেখা যাবে, একটা মেয়ে এমনভাবে ওই ড্রিংক্স পান করতেছে, এমন মুখভঙ্গী যে স্বাভাবিক ভাবে দেখলে কারো মনে হবে অদ্ভুত। কিন্তু, সাবকনশাসে মেসেজটা এইভাবে যায় ড্রিংক্সটা খাইলে প্রকারান্তে আপনি ভোক্তাContinue reading বিজ্ঞাপন