দার্শনিক বার্ট্রান্ড রাসেলের দশ নীতি

 

১। নিজের সাথে মিথ্যা বলবেন না।

২। অন্যের সাথে মিথ্যা বলবেন না। তবে যদি অত্যাচারী হয় তাহলে মিথ্যা বলা যাবে।

৩। যখন আপনি দেখেন যে আর কোন পথ নেই, নিষ্ঠুর হতেই হবে, তখন কারণগুলি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখুন আসলেই এখানে নিষ্ঠুর হওয়া যথাযথ কি না।

৪। আপনি যখন ক্ষমতা চান তাহলে নিজেকে ভালোকরে নিরীক্ষণ করে দেখুন আসলেই আপনি ক্ষমতার যোগ্য কি না।

৫। যখন ক্ষমতা পান তখন তা মানুষকে বিকশিত করতে ব্যবহার করুন, সীমিত করতে নয়।

৬। গর্ব বা অহংকার ছাড়া বাস করার চেষ্টা করবেন না, কারণ এটি অসম্ভব। কিন্তু যাদের কাছ থেকে প্রশংসা পাবেন এরা যেন ঠিক জনগোষ্ঠী ( রাইট অডিয়েন্স) হয়।

৭। নিজেকে স্বয়ংসম্পূর্ন একক স্বত্বা হিসেবে ভাববেন না।

৮। নির্ভরযোগ্য হোন।

৯। ন্যায়পরায়ণ হোন।

১০। ভালো-স্বভাবের হোন।

বার্ট্রান্ড রাসেল, ১৮৭২-১৯৭০, ব্রিটিশ দার্শনিক। লজিশিয়ান। গণিতবিদ। ইতিহাসবিদ। লেখক। সোশ্যাল ক্রিটিক। পলিটিক্যাল একটিভিস্ট। নোবেল বিজয়ী। তার নাক স্ট্রেইট বা উঁচা ছিল।

মুরাদুল ইসলাম