এবার না আসিলে বাড়িতে
একটা গান আছে মমতাজের “এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে”। এই তীব্র রোমান্টিক গানের মেইন হুমকি লোকে মনে করে, নাইকা আত্মহত্যার হুমকি দিচ্ছেন। নায়ক বাড়ি না আসলে তিনি শাড়িতে আগুন দিয়ে পুড়ে মরে যাবেন। সম্ভবত এটাই গান যিনি লেখছেন তিনি বুঝাইতে চাইছেন। কিন্তু, মিনিং তিনি কী বুঝাইতে চাইলেন তার উপরই থাকে নাContinue reading এবার না আসিলে বাড়িতে