পিটার প্যান সিন্ড্রোম

পিটার প্যান সিন্ড্রোম একটা সাইকোলজিক্যাল সমস্যার নাম, যেখানে কিশোর বয়স থেকে যুবকে পরিণত হবার পরেও যুবক ম্যানে পরিণত না হয়ে চিরশিশু রয়ে যেতে চায়।

দায়িত্ব নিতে চায় না, কল্পলোকের রোমান্টিসিজমে বাস করে। তার অভিমান থাকে, ক্ষোভ থাকে কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করতে সে অপারগ। 

তার সমস্যা অনেক অভিযোগ অনেক, কিন্তু সমাধানের পথ খোঁজার ইচ্ছা ও সাহস নাই। 

বাস্তবতার কাঠিন্য এবং ভেতরের শিশুমানসের দ্বন্দ্বমুখরতায় সে নিয়ত হতাশ। সে আশায় বসে থাকে অন্য কেউ যেচে এসে তার সমাধান করে দিবে। 

তার শিশুসুলভ অভিমানী এক বিরাট ইগো, সেই ইগোর অঙ্গুলি হেলনে সে নিয়ন্ত্রিত হয়। ফলত, জ্ঞানে ও বুদ্ধিতে তার কোন গ্রোথ নাই। 

আমাদের আধুনিক সমাজে এই সমস্যা বাড়তেছে। এই সমাজের টেকনোলজি ও মিডিয়াগুলা মানুষরে প্যাসিভ রাখার নিমিত্তে কাজ করে যায়।

মুরাদুল ইসলাম