প্রায় ত্রিশ দিন পরে শয়তান ও আমি একসাথে…

প্রায় ত্রিশ দিন পরে শয়তান ও আমি একসাথে ফেসবুকের দিকে রওনা দিলাম। পথে এক লোকের সাথে দেখা। 

সে কুঠার হাতে। শয়তানের সহযাত্রী হিসেবে এবং যেহেতু আমার জাতেরই লোক সামনের ব্যক্তি, তাই আমিই জিজ্ঞেস করি, কী ভাই, কুঠার হাতে রাগ গোস্বা সমেত কোথায় যান? 

ব্যক্তি বলেন, শয়তানের জ্বালায় মানুষ অস্থির, দুনিয়া অশান্ত। আমি তোমার পিছনের শয়তানরে আইজ মাইরাই ফেলব। পেছনে তাকাইয়া দেখি শয়তান ভয়ে কাঁপেন। 

আমি আমার জাত ভাইয়ের রাগ কমাইতে চেষ্টা করতেছি, এর মধ্যে শয়তান আগাইয়া আসেন ও একটা প্রস্তাব দেন। তিনি বলেন, আমারে তুমি যদি না মারো তাহলে আমি তোমাকে এক ঘড়া স্বর্নমুদ্রা দিব প্রতি মাসে। 

কিয়ৎক্ষণ চিন্তা করে জাত ভাই রাজী হন। এরপর থেকে তিন মাস পর পর তিনি স্বর্নমুদ্রা পান। চতুর্থ মাসে আসলো না। 

আবার কুঠার হাতে বের হলেন ভদ্রলোক। শয়তানের সামনে গিয়া বললেন, তরে এইবার আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। শয়তান, এইবার দেখলাম ভয় পাইলেন না। বরং হাইসা আগাইয়া আসলেন। বললেন, বুরবক এখন তরে আমি ডরাই না। আগেরবার ডরাইছিলাম তর কঠিন স্বদিচ্ছারে। এইবার তো তুই লোভের জন্য আমারে মারতে আসছোস। সামনে আয়, থাবড়াইয়া দাঁত ফেলে দেব এখন।

মুরাদুল ইসলাম