জীবন্ত ভাষা বলিয়া আধুনিকদের হাতেও এই ভাষা পরিবর্তিত…

জীবন্ত ভাষা বলিয়া আধুনিকদের হাতেও এই ভাষা পরিবর্তিত হইতেছে। আধুনিকদের ভাষার নানা দোষ থাকিতে পারে, কিন্তু ক্ষিপ্রতা, তীক্ষ্ণতা ও দীপ্তিতে তাহা যে পূর্ববর্তী ভাষাকে অতিক্রম করিয়া চলিয়াছে, তাহা নিঃসন্দেহ। এই যে, ক্রমবিকাশ, ইহা শুধু প্রতিভার গুণে নয়, ভাষার গুণেও। ভাষার নিজস্ব সামর্থ্য না থাকিলে শুধু প্রতিভা তাহাকে বর্ধিত করিতে পারে না। প্রতিভা দীপ-শলাকা ও ভাষার লুক্কায়িত আগ্নেয় শক্তি, এই দুয়ের সংযোগ।

প্রাথমিক বাংলা গদ্য ও তাহার স্রষ্টাগণ। মোতাহের হোসেন চৌধুরী। প্রবন্ধ সমগ্র, পৃ ২৩৬।

মুরাদুল ইসলাম