মূর্খদের সাথে কমিউনিকেট করার জন্য উপমা বা কোন…

মূর্খদের সাথে কমিউনিকেট করার জন্য উপমা বা কোন বাস্তব বস্তুর উদাহরণ দিয়ে কথা বলতে হয়। মুজতবা আলীর লেখায় আছে, গ্রামে এইজন্য স্থুল উপমামূলক প্রবাদ থাকে। কারণ সূক্ষ্ণ অনুভূতি প্রকাশক ভাষা তার নাই।

রামকৃষ্ণের কথামৃত পড়লে দেখবেন উনি কীভাবে উপমা দিচ্ছেন। তার তো কথাগুলি ছিল নর্মাল পাবলিকের জন্য। বুঝাইতে গিয়া তিনি স্থুল উপমা দিচ্ছিলেন। পুরা কথামৃত এগুলি দ্বারা ভরা।

আপনি ওয়াজে দেখবেন। ফেইসবুক ভিডিওতে গিয়ে দেখেন ওয়াজ। ওয়াজিরা কমন পাবলিকরে বুঝাতে যৌক্তিক অযৌক্তিক স্থুল উপমা দিয়ে থাকেন। পপুলিস্ট লেখকদের উপন্যাস এবার দেখেন। স্থুল উপমার ছড়াছড়ি দেখবেন।

মুরাদুল ইসলাম