লেবানিজ কানাডিয়ান সাইকোলজিস্ট গ্যাড সাদের একটা থিওরী আছে।…

লেবানিজ-কানাডিয়ান সাইকোলজিস্ট গ্যাড সাদের একটা থিওরী আছে। থিওরিটা এমন, যদি কোন ছেলে ও মেয়ে কম বয়েসে বিয়ে করে, এবং পরে তাদের ডিভোর্স হয় এর কারণ হতে পারে,

১। ধরা যাক, ১৯ বছরে তারা বিয়ে করেছে। ঐ সময় তারা প্রেমে পড়েছে। পরস্পরের কাছে তাদের ম্যাটিং ভ্যালু ঐসময় তৈরি হয়। ছেলেটা ঐ সময়ে কলেজে ভালো ক্রিকেটার ছিল, মেয়েটা পড়ালেখায় খুবই ভালো।

২। ৩৫ বছরে গিয়ে দেখা গেল, ছেলেটি কিছুই হতে পারে নি। কোন কারণে ক্রিকেটেও ভালো করে নি। আর কোন কেরিয়ারেও পারে নি। মেয়েটি প্রত্যাশা অনুপাতে ভালো করেছে।

৩৫ বছরে তাদের ম্যাটিং ভ্যালুর জাজমেন্ট হবে ১৯ বছরের আশার অনুপাতে। মেয়েটা যে ম্যাটিং ভ্যালুর হিসাবে ছেলেটাকে পছন্দ করেছিল তা বাস্তবায়িত হয় নি। অনেক অনেক সরে গেছে সেই পথ থেকে। অতএব, ডিভোর্স।

উদাহরণে, ছেলের জায়গায় মেয়ে এবং মেয়ের জায়গায় ছেলে বসালেও একই কথা।

মুরাদুল ইসলাম