&ldquo সম্ভ্রান্ত মুসলিম পরিবার&rdquo একটি রেসিস্ট এবং অবশ্যই…

“সম্ভ্রান্ত মুসলিম পরিবার” একটি রেসিস্ট এবং অবশ্যই অনৈসলামিক টার্ম। ইসলামের যে উদ্ভব মনোথিয়িস্টিক ধারার রিলিজিয়নে, তাতে জুদাইজমের সাথে তার বেসিক পার্থক্য ফ্যামিলি প্রাধান্যে। জুদাইজম ফ্যামিলি কেন্দ্রিক। আর ইসলাম আলাদা বিশেষ ফ্যামিলিকে তীব্র ভাবে অস্বীকার করে। এমতাবস্থায় সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলির ধারণাটি এই অঞ্চলে মূলত হিন্দুইজমের বর্ণশ্রেণী দ্বারা প্রভাবিত, ও উচ্চবর্ণের হিন্দু হবার আকাঙখা থেকে জন্মলাভ করেছে।

মুরাদুল ইসলাম