নিজের মৃত্যু যেহেতু এক বায়োলজিক্যাল ক্লকের বন্ধ হইয়া…

নিজের মৃত্যু যেহেতু এক বায়োলজিক্যাল ক্লকের বন্ধ হইয়া যাওয়া, যার পরে নষ্ট ঘড়ি আর ঘড়িই না, অর্থাৎ অস্তিত্বই যেহেতু আর নাই, তাই আসলে নিজের মরাটা মৃত্যুর অভিজ্ঞতা হিসেবে ছোট। বড় মৃত্যু হইল অন্যের মৃত্যু। কারণ এর মধ্য দিয়াই মরা বিষয়ক সকল ধারণা, অনুভূতি ইত্যাদি জন্মায় এই বেঁচে থাকাদের।

মুরাদুল ইসলাম