মেধাবি ট্যাগ এক ধরণের বর্ণবাদ। কারণ তখন স্বাভাবিক…

মেধাবি ট্যাগ এক ধরণের বর্ণবাদ। কারণ তখন স্বাভাবিক ভাবেই যিনি যাকে বা যাদের মেধাবি বলছেন, তাদের বাইরে অনেককে অমেধাবীও বলেন।

কিন্তু সেটা কীসের ভিত্তিতে?

মূলত, মেধাবি ট্যাগটি সমাজে বিদ্যমান এক বর্ণপ্রথারেই সামনে আনে।

যারা বলেন তারা এটা উদযাপন করেন। অমেধাবী যারা তাদের হিসাবে, তারা কম গুরুত্ব পান।

মেধাবী ও মেধার রাজনীতি দিয়া অনেকরে অগুরুত্বপূর্ণ করে রাখা হয়।

মুরাদুল ইসলাম