স্মল স্কেলে দুধ দেয়া গুরু লাথ দিলে ভালো…

স্মল স্কেলে দুধ দেয়া গুরু লাথ দিলে ভালো ফিলোসফি কাজ করতে পারে, বা ব্যক্তিগত চয়েজ হিসাবে মানা যায়। আপনে ছোট কৃষক, গরুই আছে দুইটা, যেইটা দুধ দেয় তার লাথ খাইলেন।

এমন হইতে পারে, সে দুধই দেয় না আপনারে আগে কয়েকটা লাথ না দিয়া। সহ্য করেন, আপনার ব্যাপার। কিন্তু বড় খামারির জন্য এই ফিলোসফি কাজের না। তার সব দুধ দেয়া গরু লাথ দিতে থাকলে, সে আস্ত থাকবে না।

আর পরে গরুদের জন্য এইটাই হবে নর্ম। যে গরুই দুধ দিবে, সে চাইবে লাথ দিতে। আর, ব্যক্তিরে লাথ দিয়াই তারা শান্ত থাকবে না। লার্জ স্কেলে তারা অন্যদেরও লাথ দিবে। দেখা যাবে অন্য গরুদের লাত্থাইয়া মেরে ফেলতেছে। অন্য গরুদের উঠতে দিতেছে না। জিনিসটা সমাজের জন্য ক্ষতির কারণ। এবং অন্যায়ের পথ তৈরি করে।

মুরাদুল ইসলাম