প্রোপাগাণ্ডা অশিক্ষিত মানুষের চাইতে শিক্ষিত মানুষের উপরে বেশি…

প্রোপাগাণ্ডা অশিক্ষিত মানুষের চাইতে শিক্ষিত মানুষের উপরে বেশি কাজ করে। এর এক কারণ হলো, শিক্ষিতরা তুলনামূলক বেশি পড়ে ফলে তারা বেশি প্রোপাগাণ্ডা খায়। আরেক কারণ, তাদের চাকরি থাকে ম্যানেজমেন্ট, মিডিয়া, একাডেমিয়া ইত্যাদিতে, যেখানে তারা প্রোপাগাণ্ডা সিস্টেমের দালাল হিসেবে কাজ করে।

  • (১৯৮৭) নো’ম চমস্কি। আমেরিকান সোশ্যাল ক্রিটিক।

মুরাদুল ইসলাম