তোমার জীবনের উদ্দেশ্য কী এটা ফালতু আলাপ। কারণ…

তোমার জীবনের উদ্দেশ্য কী, এটা ফালতু আলাপ।

কারণ ছাত্রাবস্থায়, যেই সময়ে এইসব নিয়া আলাপ তোলা হয়, ঐ স্কুল কলেজের টাইমে মানুষের এইরকম ম্যাচুরিটি জন্মায় না যেখানে সে জীবনের উদ্দেশ্যই ঠিক কইরা নিতে পারে।

আর উদ্দেশ্য বলতে, প্রশ্নকর্তারা যেগুলা বুঝায়, ডাক্তার, এঞ্জিনিয়ার, পাইলট ইত্যাদি, এগুলা তো উদ্দেশ্যই হইতে পারে না।

ছাত্রাবস্থায় কম বয়েসী মানুষদের জন্য অহেতুক একটা পেইন তৈরি করা হয়। এরপর কোনমতে সে একটা উদ্দেশ্য বাইর করে। অনেক দিন এটার পিছনে ছুটতে যায়। এতে তার এনার্জি, বুদ্ধি, ক্রিয়েটিভিটি সকলেরই ক্ষতি হয় কমবেশি।

জীবনে ঠিক করার জিনিশ হইল প্রিন্সিপল।

আপনে কোন নীতি মাইনা চলবেন। সেই প্রিন্সিপলও ওই সময়ে ঠিক কইরা নিতে হবে সব এমন না। এগুলা আস্তে আস্তে, সময়ের সাথে সাথে মানুষ নিজের ভেতরে নেয়।

মুরাদুল ইসলাম