পাটলিপুত্র যখন নগর হয় নি গ্রাম কেবল তখন…

পাটলিপুত্র যখন নগর হয় নি, গ্রাম কেবল, তখন বুদ্ধ সেখানে এসে বলেছিলেন এই জায়গা একদিন বড় নগর হবে।

নগর হবার পরে, মানুষ ভাবল তিনি হয়ত অলৌকিক ভাবে বুঝেছিলেন। কিন্তু বুদ্ধ পর্যবেক্ষণ করে, নিজের বিচার করেছিলেন। তিনি দেখেছিলেন নদীপথে যেসব পণ্য আসে মগদে, তা এখানে খোলা হয়। চার নদীর মুখে এই অঞ্চল। ফলে তিনি বুঝতে পারলেন এই জায়গা বড় নগর হবার সম্ভাব্যতা বেশি। যেটা হয়ত ওইসময়ের লোকেরা বুঝতে পারে নি।

প্রফেট হলেন তিনি, যিনি নন ইভেন্ট দেখেন। ইভেন্ট না। অন্যে যা দেখে তাতে মনোযোগ দিলে তিনি প্রফেট হতে পারতেন না।

মুরাদুল ইসলাম