সত্যেন্দ্রনাথ ঠাকুর তার বউ জ্ঞানদানন্দিনী দেবী দুই পুত্র…

সত্যেন্দ্রনাথ ঠাকুর তার বউ জ্ঞানদানন্দিনী দেবী, দুই পুত্র ও কন্যা এবং ভ্রাতা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ১৮৮০ সালে বিলাত থেকে দেশে ফিরেন। সে বছর জ্ঞানদানন্দিনী নিজের পুত্র কন্যার জন্মদিন পালন করেন। রবিঠাকুরের ভাগনি সরলাদেবীর লেখা অনুসারে সেই প্রথম জন্মদিন পালন, ঠাকুর পরিবারে। বিলেতি কেতায় জন্মদিন পালন এই শুরু হয় বাংলায়। আগে জন্মতিথি পূজা, বা ধর্মীয় বড় মানুষদের জন্মদিন পালন হত, কখনো রাজা ও বাদশাদেরও। তবে সেগুলি এইরকম জন্মদিন ছিল না।

মুরাদুল ইসলাম