বর্হেসের সাথে আমার যে তীব্র বিরোধ তা একটা…

বর্হেসের সাথে আমার যে তীব্র বিরোধ তা একটা বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক জায়গায়, তা আমাদের ভিন্ন ধরণের চিন্তাধারার জন্য। একজন শান্তিপূর্ন ভাবে লড়াই করতে পারে। কিন্তু আমার অন্যান্য শত্রু আছে- লেখকরা না। আমার ক্ষেত্রে শত্রু হচ্ছে সাম্রাজ্যবাদ। আমার শত্রু পুঁজিবাদীরা, এবং সেইসব লোকেরা যারা নাপাম ফেলেছিল ভিয়েতনামে। কিন্তু বর্হেস আমার শত্রু না। সাম্প্রতিক বিশ্বে কী হচ্ছে তার কিছুই সে বুঝে না, এবং সে ভাবে আমিও কী হচ্ছে সাম্প্রতিক বিশ্বে তার কিছুই বুঝি না। তা স্বত্তেও আমাদের মধ্যে এক সমঝোতা আছে।

– নেরুদাঃ দ্য পয়েট’স কলিং, মার্ক আইজনারের বই থেকে বাংলায় ভাষান্তর করলাম।

মুরাদুল ইসলাম