সমালোচনা এই জন্য করা হয় না যে লেখক…

সমালোচনা এই জন্য করা হয় না যে লেখক এটা দেখে নিজের ভুল শুধরে নেবেন। সাহিত্যিক সমালোচনা এমন নয়।

লেখক না দেখলেও, এই সমালোচনাটি উপস্থিত সাহিত্য যে পরিবেশ আছে, তাতে প্রভাব ফেলে। অন্য লেখক, পাঠকদের সম্মিলিত পরিবেশ সমালচোনাটির মাধ্যমে উক্ত লেখার কোন সবলতা, দূর্বলতা, রাজনৈতিক, সামাজিক বা সাইকোলজিক্যাল দিকের সাথে পরিচিত হন।

সমালোচনার মাধ্যমে লেখাটি ভিন্ন মাত্রা নিয়ে উপস্থিত হয়।

মুরাদুল ইসলাম