মানবিকতা বা হিউম্যানিটি মানুষ তার কিছু আবেগ ও…

মানবিকতা বা হিউম্যানিটি, মানুষ তার কিছু আবেগ ও চিন্তার সম্মিলিত রূপরে আদর করে ডাকে। এমনিতে দেখতে শুনতে পাতলা পাতলা এই জিনিস ভালো ও মহান মনে হয়। কিন্তু, এটিতে কিছু সমস্যা আছে।

মানুষের আবেগ জাগ্রত হয় তথ্য প্রাপ্তির কারণে, এবং এটি আরো বেশি বাড়ে বেশি তথ্য প্রাপ্ত হলে। যখন মিডিয়া বা অন্য কোন বিগ আদার তার সামনে কোন জিনিসরে গুরুত্বপূর্ন করে তোলে ধরে, তখন সে ঐটাকেই গুরুত্বপূর্ন ভাবে। সেটা হয় বিগ আদারের স্বীকৃতিপ্রাপ্ত আবেগ, মানবিকতা।

একই বা এর চাইতে তীব্র অন্য আরো জিনিসকে মিডিয়া অগ্রাহ্য করে গেলে, মানুষও অগ্রাহ্য করে যায়।

যেমন, ফিল্মে নায়ক নায়িকার জীবন ও জীবনের দুঃখ নিয়ে দর্শকেরা বেশী মানবিক। কিন্তু গুন্ডার দলের পাতি সদস্যরা যখন হরেদরে মারা যায় তখন মানুষের মানবিকতা তাদের জন্য জাগ্রত হয় না। তারা অযৌক্তিক ভাবে কিছু চরিত্রের জন্যই তথাকথিত মানবিক অনুভূতি ফীল করে। এটা খুবই ক্রুয়েল, ভয়ংকর।

একই জিনিস থাইল্যান্ডের গুহায় হইল। বারোজন পোলা আটকা পড়ছে। মিডিয়ার গুরুত্বে সবার আবেগ জাগ্রত হইছে। কিন্তু র‍্যাশনালি দেখতে গেলে এমন দুরাবস্থায় আরো কত লোকেরা আছেন দেশে, বা আফ্রিকায়। তাদের যেন স্বীকারই করে না এই মানবিকেরা, বা দেখেও দেখে না। তখন তাদের মানবিকতাটির মৌলিকত্ব প্রশ্নের মুখে পড়ে, আর আমরা বুঝতে পারি ওদের মানবিকতা ওদের নয়, বিগ আদারের মানবিকতারই রূপ, তিনি যেমনে নাচাইতে চান।

তথাকথিত মানবিকতাটি আসলে যৌক্তিক ভাবে কাজ করেন না এটাই সমস্যা।

মুরাদুল ইসলাম