আট দশ শতকে ইরাকের বসরা নগরীতে মুসলিম কিছু…

আট/দশ শতকে ইরাকের বসরা নগরীতে মুসলিম কিছু দার্শনিক মিলে এক গুপ্ত সংঘ করেছিলেন। ইখওয়ান আস সাফা। তাদের মতে একজন পূর্ন মানুষ বা পারফেক্ট ম্যান হবে এরকমঃ

‘বংশে বা জাতে পূর্ব পারসিকদের মত, বিশ্বাসে আরবীয়, শিক্ষায় বেবিলনীয়, বিচক্ষণতায় হিব্রুদের মত, আচরনে খ্রিস্টের অনুসারীদের মত, ধার্মিকতায় সিরিয়ান মোনকদের মত, বিজ্ঞানচিন্তায় গ্রীকদের মত, আর রহস্য ব্যাখ্যায় ইন্ডিয়ানদের মত, এবং সর্বোপরি দুনিয়া দেখার পুরো ভঙ্গিতে একজন সুফী বা মরমি সাধকের মত।’

মুরাদুল ইসলাম