অনেকে কত সহজে &lsquo আমাদের আমাদের&rsquo বলে। আমার…

অনেকে কত সহজে ‘আমাদের আমাদের’ বলে। আমার তো ভয় লাগে এসব। এই দুনিয়ার বাস্তবতায় নিজের পাশের জন, ভাই বন্ধু পরিচিতের মোটিভই জানা যায় না নিশ্চিত করে, আর নিজের ক্ষেত্রে তো জানা অসম্ভবই, সেখানে কতো বিষয়ে এরা হুট করে আমাদের আমাদের বলে, যেন ওই আমাদের সবের উদ্দেশ্য, চিন্তা তার নখদর্পণে।

“The revolution eats its own children, as the saying goes—partly because there’s so much at stake. There are so many enemies, and you don’t know who they are or who will do what. […] No revolution is ever finished.” – Talal Asad, anthropologist.

মুরাদুল ইসলাম