&ldquo আমায় যত মন্দ বলে বিশ্বাস কর আমি…

“আমায় যত মন্দ বলে বিশ্বাস কর, আমি তত মন্দ নই-এই আমার শেষ কৈফিয়ত।”

প্রথম স্ত্রী নার্গিস খানকে কাজী নজরুল ইসলাম (জন্ম ১৮৯৯) এর পত্র। বিয়ের রাতেই নজরুল তাকে ত্যাগ করেছিলেন। পরে বিবাহ বিচ্ছেদ হয়।

ড্যানিশ দার্শনিক কীয়ের্কেগার্ড (জন্ম ১৮১৩) রেজিনা অলসেনের সাথে এনগেজমেন্ট হয়ে যাবার পর তা হঠাত করে ভেঙ্গে দেন। রেজিনাকে লেখা চিঠিতে তিনি লিখেন,

“Above all, forget the one who writes this; forgive someone who, whatever else, could not make a girl happy.”

মুরাদুল ইসলাম