রূপকথার গল্পের সেই রাজার কথা এখানে বলা যায়।…

রূপকথার গল্পের সেই রাজার কথা এখানে বলা যায়। যার গায়ে কোন কাপড় ছিল না। কিন্তু কোন লোক বলতে পারে নাই রাজার গায়ে কাপড় নাই।

একটা ব্যাখ্যা, রাজার ভয়ে বলে নাই।

কিন্তু আরেক ব্যাখ্যা হতে পারে, সবাই বুঝছে রাজার গায়ে কাপড় নাই। কিন্তু মনে করছে অন্য সবাই কাপড় দেখছে, সে কেবল দেখতে পাচ্ছে না, এটা হয়ত তার সমস্যা। তাই সে চুপ থেকেছে, এবং সবাই একই ভাবনায় চুপ থেকেছে।

ভয়ের ব্যাখ্যার ক্ষেত্রেও বলা যায়, সবাই ভাবছে অন্য সবাই রাজার ভয়ে চুপ থাকছে, তাই সেও চুপ থেকেছে, ফলশ্রুতিতে সবাই চুপ থাকছে।

মুরাদুল ইসলাম