আলোকিত হবার যে রূপক যেন কোন লাইট আছে…

আলোকিত হবার যে রূপক, যেন কোন লাইট আছে সেখান থেকে আলো আইসা আলোকিত করে দিচ্ছে, বই এভাবে আলোকিত করে না।

লাইট জ্বালালেই ঘর আলোকিত হয়। কিন্তু বই পড়লেই কেউ আলোকিত হয় না।

লিখিত বস্তু মাধ্যম, ইনসাইট থাকে লেখকের ব্রেইনে/চিন্তায়। তিনি লেখার সংকেতে প্রকাশ করেন, এটা পড়েন আরেকজন, অর্থাৎ, তার ব্রেইন দিয়ে গ্রহণ করেন। ফলে, পাঠকের গ্রহণ করার মত ব্রেইন ক্ষমতা না থাকলে, গৃহীত হবে না। এরপরে, সেই গৃহীত ইনসাইটকে ব্যবহার করে চিন্তা করা, সেটা ব্রেইনের আরেক স্বক্ষমতার ব্যাপার। এইগুলা না থাকলে বই পড়া অকাজের।

বই পড়লেই আলোকিত হবে, এটা কুসংস্কার। ক্ষতিকর ধারণাগুলার একটা।

মুরাদুল ইসলাম