ইমানুয়েল কান্ট থেকে শুরু করে দেরিদা ইত্যাদি কন্টিনেন্টাল…

ইমানুয়েল কান্ট থেকে শুরু করে দেরিদা ইত্যাদি কন্টিনেন্টাল এবং এনালিটিক দুই লাইনের পশ্চিমা দার্শনিকদের অধিকাংশই রেসিস্ট। তারা নন ইউরোপিয়ান বা গ্রেকো রোমান ঐতিহ্যের বাইরের চিন্তাকে দর্শন হিসাবে মানতে চান নি।

কিন্তু একসময় চাইনিজ ফিলোসফিকে ফিলোসফি হিসেবে ইউরোপের থিংকাররা দেখেছিলেন। এবং মনে করা হত দর্শনের উৎপত্তি ভারতে বা আফ্রিকায়।

কিন্তু পরবর্তীতে আধুনিক থিংকাররা এগুলিকে অস্বীকার করেছেন।

মুরাদুল ইসলাম