উদারতার হিসাব হয় পাবলিক সিদ্ধান্তে এবং সেই বিষয়ে…

উদারতার হিসাব হয় পাবলিক সিদ্ধান্তে, এবং সেই বিষয়ে ব্যক্তির অভিমতে। ধরা যাক, শূয়র হোটেলে খাইতে দেয়া যাবে কি না এমন বিতর্ক লাগল। অথরিটি লিবারেল হইয়া বলল, তারা খাইতে দিবে।

এক্ষেত্রে, আমি লিবারাল হইয়া বললাম, ঠিক আছে।

কিন্তু এর মানে এই না যে, আমার বাসা বাড়িতে শূয়র রান্না হবে বা আমারে হোটেলে গিয়া শূয়র খাইতে হবে।

আমি আমার ধর্মীয়, রুচিগত বা যেকোন কারণে বা কারণ ছাড়াই শূয়র না খাইতে পারি।

ব্যক্তির স্পেস আর সামষ্টিক স্পেইস এক না।

মুরাদুল ইসলাম