ও বেহুলা সমস্যা হইল মিথে কোন লখাই নাই…

ও বেহুলা, সমস্যা হইল মিথে কোন লখাই নাই যে তুমি মারা গেলে তুমারে নিয়া ভেলা ভাসাবে। মরার পর কত তাড়াতাড়ি বিয়া করা যায় সেই চিন্তা তার।

বেহুলা পপুলার কারণ তার এক্টিভিটি সমাজের ধারণার লগে যায়। পতিব্রতা, একরাতের পতি মরার পরেও ভেলা ভাসায় তারে নিয়া। কবির সুমনও আশাবাদী গান লেখেন বেহুলা কখনো বিধবা হয় না এটা বাংলার রীতি।

কিন্তু, পিওর গাণিতিক সম্ভাব্যতার নিয়মে চলা জড় দুনিয়ায় বেহুলারা তথা বেহুলার জাত বইনেরা বিধবা হয়, বাংলাতেই হয়।

আর তার উপর তখন আলাদা দায়িত্ব থাকে, ভেলা ভাসানোর, নিজের জীবন বাদ দিয়া কিছু সামাজিক রীতি চল পালনের, প্রেমের নামে যেটা পপুলার।

এইটা প্রেম না, লখাইদের অধিকারের অতি চর্চা। মরার পরেও সে তোমারে অধিকার কইরা রাখতে চায়। আর এই লখাই তোমার প্রেমিক না, সমাজ। সতীদাহে ছিল, কমলকুমারের সীতারাম যেমন একা যায় না, দোসর নিয়ে যায়; আর আলো, কোনক্রমেই আসে না।

মুরাদুল ইসলাম