আশরাফ ঘানির বিরুদ্ধে অনেক লেখালেখি দেখা যাচ্ছে। যে…

আশরাফ ঘানির বিরুদ্ধে অনেক লেখালেখি দেখা যাচ্ছে। যে তিনি থিওরি মারাইছিলেন টেড টকে কিন্তু তালেবান আসার পরেই পালাইলেন দেশ ছাইড়া।

থিওরি দিছিলেন তিনি ঠিকই, কিন্তু তালেবান শত্রুরা যেইখানে ঘাপটি মাইরা ছিল, সেখানে তিনি জানতেন আমেরিকার সাহায্য ছাড়া নেশন রিবিল্ড সম্ভব না। এইখানে আমেরিকা তার সাথে বিশ্বাস ঘাতকতা করছে তালেবানদের সাথে সমঝোতা কইরা, অথবা ধরে নেন তার সাথেও সমঝোতা করছে আমেরিকা।

আমার পয়েন্ট, তার পালানোর দোষ কতটুকু সেই বিষয়ে। যেখানে আমেরিকা জাফর আলী খানের মত গাদ্দারি করল, এতদিনে একটা ভালো এয়ারফোর্স, ড্রোন ব্যবস্থা বানাইয়া দিল না, সেখানে সিরাজ আশরাফ ঘানির কী করার আছে, তিনি তো বোরকা পরে নৌকা দিয়া পালাইবেনই। এমন পালানোর ইতিহাস অনেক আছে।

দার্শনিক এরিস্টটল পালাইছিলেন মৃত্যুদণ্ডের ভয়ে। আর ফিলোসফার কিং এর থিওরি এপ্লাই করতে গিয়া ইতালিতে বন্দী ও পরে দাস হিসাবে বিক্রি হইছিলেন প্লেটো। অর্থাৎ, ঘানির টেড থিওরি যেভাবে বাস্তবে প্রয়োগ করতে গিয়া তিনি পারেন নাই, বিদ্যা শিক্ষা নিয়াও ব্যর্থ হইছেন, তেমনি জগতের বড় দার্শনিক প্লেটোও হইছেন।

এইখানে শরমের কিছু নাই। কারণ কাজের সফলতায় নানা ভ্যারিয়েবল কাজ করে। থিওরি মোতাবেক ঠিকঠাক কাজ করা কঠিন বাস্তবে, উপরন্তু ঠিকঠাক করলেও অন্য কোন এক জিনিশের জন্য ফল ভিন্ন হইতে পারবে। আউটকাম বায়াস একটা ভুল চিন্তার মডেল, যা ভুল জাজ করায়, ও ভুল প্রসেসরেও অনেক সময় স্বীকৃতি দিয়া ফেলে, ভালোটারে বাদ দিয়া দেয়।

মুরাদুল ইসলাম