কুত্তা বিলাই ও পশু পাখি প্রেমীদের থেকে সাবধান।দুইজন…

কুত্তা বিলাই ও পশু পাখি প্রেমীদের থেকে সাবধান।

দুইজন কুত্তাপ্রেমীর কথা আলাপ করি। একজন হইলেন হাতুরা ত্যায়াগি। পাতাললোক সিরিজের সাইকো কিলার। মানুষ মারা তার কাছে ডালভাত। কোন অনুতাপ ছাড়াই মানুষ খুন কইরা যাইতে পারেন। কিন্তু কুত্তার প্রতি তার অসীম প্রেম। এত প্রেম যে, তার টার্গেট কুত্তাপ্রেমী হইলে তিনি তারে মারতে ইতস্তত বোধ করেন, আর এইটাই পাতাললোক সিরিজের সূতা।

দ্বিতীয় কুত্তাপ্রেমী ইনারিতুর এমেরোস পেরোসের বুড়া কন্ট্রাক্ট কিলার। উনিও মানুষ খুন করে বেড়ান। কিন্তু কুত্তা বিষয়ে তার প্রেম মারাত্মক। কুত্তা নিয়া থাকেন, ঘুরেন। কুত্তার জন্য ব্যথিত হন।

কুত্তা ও পশু পাখি প্রেমিকের যে সিগনাল, সে মানবিক বেশি, এটাতে বিশ্বাস করবেন না। কারণ, কুত্তা প্রেমীরা কুত্তার প্রতি অসীম প্রেম দেখাইয়াও মানুষের প্রতি ক্রুয়েল হইতে পারে। স্বয়ংক্রিয় ভাবে এটা যেন না ভাবেন তার মন কোমল, এবং মানুষরেও সে ভালবাসিবে।

বরং, আমি দেখি, অনেক কুত্তা বা পশুপাখি প্রেমী একটা তুলনামূলক আলাপ করেন, কুত্তারা বা ঐ প্রাণীরা মানুষের চাইতে বেটার!

মুরাদুল ইসলাম