এই কুত্তা নিয়া শিক্ষিত মিডলক্লাসের আলাপের কালে মহাভারতের…

এই কুত্তা নিয়া শিক্ষিত মিডলক্লাসের আলাপের কালে, মহাভারতের একটা কাহিনী চোখে পড়তেছে। যে ধর্মপুত্র যুধিষ্ঠিরকে যখন ইন্দ্র বলেন, তুমি কুত্তা নিয়া স্বর্গে ঢুকতে পারবা না, তখন যুধিষ্ঠির একা নিজে যাইতে অস্বীকৃতি জানান।

এই কাহিনী আরও পপুলার এখন পাতাললোক সিরিজের কারণে।

কিন্তু এই জায়গায় যুধিষ্ঠির যে শিক্ষা আমাদের দেন, তা কুত্তার প্রতি লাভের শিক্ষা না। যারা এইভাবে এটারে কুত্তার প্রতি লাভের শিক্ষা হিসেবে দেখে তারা মূল পয়েন্ট বুঝে নাই।

প্রথমত যুধিষ্ঠির তার আত্মীয়দের ফেলে স্বর্গে যেতে চান নাই। তখন ইন্দ্র জানালেন তারা মরে আগেই স্বর্গে চলে গেছেন।

এরপরে আসে কুত্তার আলাপ। ইন্দ্র যখন বললেন কুত্তা নিয়ে যুধিষ্ঠির স্বর্গে যেতে পারবেন না, তখন যুধিষ্ঠির বললেন, “শরণাগতকে ভয় দেখানো, স্ত্রীবধ, ব্রহ্মস্বহরণ ও মিত্রবধ এই চার কার্যে যে পাপ হয় ভক্তকে ত্যাগ করলেও সেই পাপ হয় তাই আমি ভক্তকে ত্যাগ করতে পারব না।”

অর্থাৎ, ভক্তকে ত্যাগ করতে চান নাই। কুত্তার পরিবর্তে গাধা হইলেও একই কথা বলতেন তিনি। এখানে পয়েন্ট কুত্তা না, পয়েন্ট হইল ভক্তরে ত্যাগ না করা। যা অন্য ওই চার পাপের সমান।

যুধিষ্ঠিরের নৈতিকতা জ্ঞান ছিল, তার বেসিক ঠিক। ফলে কুত্তা, গাধা এটা বিষয় না, তার নৈতিকতার লজিক যেভাবে কাজ করে, তিনি তাই করবেন, পরিস্থিতি যাই হোক।

শিক্ষা এই জায়গায় ছিল।

মুরাদুল ইসলাম