একজুপেরীর দ্য লিটল প্রিন্সে যে রাজা ছিলেন তার…

একজুপেরীর দ্য লিটল প্রিন্সে, যে রাজা ছিলেন, তার ক্ষমতা নিয়ে ভাবা যায়। তার ক্ষমতার এখতিয়ার কতোটুকু?

লিটল প্রিন্স যখন গ্রহ ছেড়ে যেতে চায়, তখন রাজা চান নাই সে যাক। কিন্তু, লিটল প্রিন্স বলে রাজা আপনে যুক্তিসংগত আদেশ দেন।

রাজা তাও কিছু বলেন না। মানে তিনি কোনোভাবেই চান নাই সে যাক।

লিটল প্রিন্স রাজার আদেশের অপক্ষা না করে চলে যাইতে থাকে।

তখন রাজা বাধ্য হয়ে বলেন, আমি তোমারে রাষ্ট্রদূত নিযুক্ত করে দিলাম।

রাজার এই যে আদেশ, এটাকে আমরা কীভাবে দেখব? রাজা কি লিটল প্রিন্সরে অনুমতি দিলেন যাইতে? রাজার কি আর কোন জায়গা ছিল? রাজা প্রিন্সরে যেহেতু আটকাইতে পারতেন না, তাহলে কি বলা যায় তার কোন ক্ষমতা ছিল? বা তার রাষ্ট্রদূত করার আদেশের আদৌ কোন গুরুত্ব আছে?

আমি রাজার রাষ্ট্রদূত করার আদেশটারে নিজেরে খুশি রাখা, নিজের কাছে নিজের সম্মান রাখার ব্যর্থ চেষ্টা, নিজেরে বুঝ দেয়া, এইভাবেই দেখব। তার কোন পাওয়ার ছিল না। মূল পাওয়ার লিটল প্রিন্সের কাছেই ছিল।

মুরাদুল ইসলাম