এইটা মনে না রাখেন কিন্তু রাডারে রাইখেন যে…

এইটা মনে না রাখেন কিন্তু রাডারে রাইখেন যে, টাকা চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, জিনিশটা লেখা থাকলেও আরেকটা জিনিশ উহ্য ভাবে সম্ভাবনা হিশাবে থাকে, নাও দিতে পারে

ইউক্রেন যুদ্ধ শুরু হবার পরে রাশিয়ার প্রায় ৪০০ বিলিয়ন ডলারের ইউরোপিয়ান রিজার্ভ ইউরোপ ফ্রিজ করে দেয়, যেইটা আবার রাশিয়ার ২০% জিডিপির সমান, এবং এই টাকা এত বেশি যে এর দ্বারা ৫ বছর অধিককাল বৃহৎ রাশিয়ান সেনাবাহিনীর বাজেট বহন করা সম্ভব

দুনিয়ার চিন্তকেরা শুরু থেকেই জিজ্ঞাস করে গেছেন মানি জিনিশটা কী, নানাভাবে বুঝতে চাইছেন, আর যখন ইউরোপ রাশিয়ার সেন্ট্রাল ব্যাংকের এই রিজার্ভ ব্লক করে দিল, তখন আবার সেই অমীমাংসিত প্রশ্ন, মানি জিনিশটা কী

১৯১২ সালে কংগ্রেসে টেস্টিফাই করতে গিয়া জে পি মর্গান ফেমাসলি বলেছিলেন গোল্ড ইজ মানি, বাকি সব হইতেছে ক্রেডিট

সেই কথাটাই প্রতিধ্বনি হিশাবে আসে এই বাস্তবতায়, কান পাতলে শোনা যায়, না পাতলে নাই

মুরাদুল ইসলাম