ক্ষমা সম্ভব না কারণ ক্ষমা করলে এটা মনে…

ক্ষমা সম্ভব না, কারণ ক্ষমা করলে এটা মনে থাকবে যে ক্ষমা করা হয়েছে, ফলশ্রুতিতে সেটা আর ক্ষমা থাকে না। ক্ষমার পলিটিক্স হইল ক্ষমা চাওয়ানোর ভেতর দিয়ে। অবশ্যই এই ক্ষমা চাওয়ানো, এবং ক্ষমা চাওয়ার দাবী ও চাপ তৈরী ক্ষমতার জন্য। এইজন্য পলিটিক্যালি, বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে ১৯৭১ এর জন্য ক্ষমা দাবী করে। ক্ষমা করার জন্য না কিন্তু। এই দাবী একটা গুরুত্বপূর্ণ কূটনৈতিক পাওয়ার টুল। এবং টুলের ক্ষেত্রে এটা মনে রাখা জরুরী যে, টুল সকল সময় ব্যবহার করতেই হয় এমন না, পকেটে আছে তা জানানোও টুলের এক ব্যবহার।

মুরাদুল ইসলাম