নাটক সিনেমা ইত্যাদি পরিবার নিয়ে দেখা যায় না…

নাটক সিনেমা ইত্যাদি পরিবার নিয়ে দেখা যায় না এখন এমন যে অভিযোগ, এর কারণ কেবল নির্মাতাদের সহজে জনপ্রিয়তা পাবার ইচ্ছা না। আরেকটা বিষয় খেয়ালে রাখতে হবে, সেটা হইল টেকনোলজি। আগে ঘরে একটা টিভি থাকত, পরিবারের লোকেরা বসে দেখত, সেখানে নির্মাতাদের কাছে ওই সুযোগই থাকত না পরিবার নিয়ে দেখা যায় না এমন কিছু নির্মানের। নির্মান করলে দর্শক রিজেক্ট করত।

কিন্তু এখন হাতে হাতে ডিভাইস, হাতে হাতে টিভি, টেকনোলজির উন্নতির কারণে সম্ভব হইছে। ফলে নির্মাতাদের কাছে সুযোগ আসছে পরিবাররে না ধরে, কেবল এক ব্যক্তিরে টার্গেট করে কন্টেন্ট নির্মানের।

ব্যক্তি বা ব্যক্তিদের দায়ী করলে মরাল আপত্তি হয়, এবং মরাল আপত্তি খারাপ আপত্তি। বরং দেখতে হবে সিস্টেমের পরিবর্তন ও “দ্য সিস্টেম” কী চায়।

সিস্টেম এখন এক ব্যক্তির মনোযোগ আকর্ষণ করতে পারলেই নির্মাতাদের টাকা বানানোর জায়গা করে দিছে।

মুরাদুল ইসলাম