আমাদের ওইটা অনুসরণ করা উচিত ওই বই পড়া…

আমাদের ওইটা অনুসরণ করা উচিত, ওই বই পড়া, ওইভাবে চলা উচিত ইত্যাদিতে ‘আমাদের’ ‘আমি’ থেকে দায়িত্ব সরাইয়া দেয়।

আমাদের করতে হবে বলার মাধ্যমে ‘আমি’র করতে হবে না, এটা উহ্য থাকে।

যেন এলাকায় ঝগড়া লাগছে। একজন বলছে, ওই তোমরা আগাইয়া যাও, মাইর দেও, কিন্তু পিছন থেকে সে নাই। তার কাছে ওই আহবানটাই দায়িত্ব পালন, এবং “কর্মের” দায় থেকে তারে মুক্তি দেয়।

স্লোগান এইভাবে ফাংশন করে। যিনি ঘোষণা দেয় কর্মে তারে প্রায়ই না মিলতে পারে কারণ তার কাছে ব্যাপারটা “আমাদের”, তার “আমি"র কাজ ‘আমাদের’ করে দিচ্ছে।

মুরাদুল ইসলাম