যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই…

যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না, রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথার লগে মানুষেরা মিল খুঁজে পান। আসলেই যা চান তারা পাওয়ার পর মনে হয়, এইডা ত চাই নাই। তখন মনে হয়, আর কিছু পাইলে ভালো লাগত।

উপভোগ/প্লেজার ও চাওয়ার এই পার্থক্য কেন বিদ্যমান?

কারণ মানুষ যা চায়, তা অন্যের দেখাদেখি চায়। বা চাওয়া হচ্ছে, অন্যরা কী আশা করতেছে আমার চাওয়া নিয়া? আমার অনুমান অন্যরা আশা করতেছে আমি একটা বিয়া করব, আমি এই করব, সেই করব, এই কাজ করব ইত্যাদি, ফলে আমার চাওয়া তৈরি হইল, আমি এগুলা করব।

এইভাবে অন্যের আশা ও অন্যের দেখাদেখি তৈরি হওয়ায় চাওয়ার লগে উপভোগ, প্লেজার বা তুষ্ঠির দূরত্ব তৈরি হয়।

মুরাদুল ইসলাম