সমাজ কাঠামোতে মধ্যবিত্ত হইল দেশের মিডিয়া এলিট চলচ্চিত্র…

সমাজ কাঠামোতে মধ্যবিত্ত হইল দেশের মিডিয়া, এলিট, চলচ্চিত্র শিল্প, রাজনীতি, রাষ্ট্র ইত্যাদি নিয়া। এদের বিদ্যমান ভ্যালু কৃষ্টি কালচার, মিডলক্লাসের কালচার।

আরেক ক্লাস ফকুন্নি। এরা ধরেন শ্রমজীবী, গরীব, এদের ভয়েসটা নাই, থাকলেও আসে মধ্যবিত্ত প্রতিনিধির বরাতে।

আরেক ক্লাস বিগ মানি। এরা রাষ্ট্রেরও উর্ধ্বে বলা যায়।

মিডল ক্লাসের ভ্যালু সাধারণত খারাপ হয়ে থাকে, প্রায়শই হিপোক্রেটিক।

মিডলক্লাস ভ্যালু কীরকম হয় এই প্রশ্ন আপনার মনে জাগলে, ভাবুন যে, ফকুন্নিদের ফকুন্নি বলায় আপনার কি বাজে লাগল? গরীব দরিদ্র বা নিম্নবিত্ত বললে বেটার শুনাইত? যদি এইরকম লেগে থাকে, তাইলে এইটা লাগছে যে ভ্যালুর কারণে, তাই মিডলক্লাস ভ্যালু।

মিডলক্লাস ভ্যালু প্রমিত ভাষা, শুদ্ধ ব্যাকরণ পন্থী, জীবনে কাল্পনিক এক শুদ্ধতা তাদের আকাঙ্ক্ষা। নিজের অবস্থানের ‘কাল্পনিক স্ট্যাটাস সচেতনতা’ তাদের সদাতৎপর রাখে। বিদ্যমান স্ট্র্যাকচারে তাদের অগাধ ভক্তি। এই স্ট্র্যাকচার লজিক্যাল কি না, ন্যায় না কি অন্যায়, মিডলক্লাস মাইন্ড তা চিন্তা করে না।

মুরাদুল ইসলাম