জিন্নাহ

জিন্নাহ রাজনীতিকে দাবা খেলার সাথে তুলনা দিতেন। বলতেন যে এখানে দাবার মতই চাল পালটা চাল দিতে হবে, বোর্ডে থাকা গুটিগুলি দিয়েই। নতুন গুটি আবিষ্কার করা যাবে না।

জিন্নাহ, ইতিহাসের বিচারে একদিক থেকে দেখলে বুদ্ধিমান, অন্যদিক থেকে অবিবেচক।

এই পডকাস্টেই একজন গবেষক এমন বলেছেন যে, নতুন রাষ্ট্রের স্বপ্ন জিন্নাহর ছিল না। তিনি চান নাই ভারত ভাগ হোক। তিনি আইন পেশার লোক, চালের উত্তরে পালটা চাল দিয়ে গেছেন। তিনি মুসলিমদের হয়ে উকিলের মত লড়েছেন।

আরেকজন বললেন, জিন্নাহ ছিলেন একজন আইডিয়ালিস্ট যিনি নিজেকে মনে করতেন রিয়ালিস্ট। ইতিহাস, স্মৃতি ইত্যাদি বিষয়ে তার কোন ধারণাই ছিল না, তিনি ভাবতেন এগুলি বানানো। তিনি ভেবেছিলেন দেশভাগ পূর্ববর্তী দাঙ্গা ইত্যাদির ট্রমা মানুষ ভুলে যাবে।

কিন্তু তা হয় নি। ভারত পাকিস্তানের জনগন এখনো শত্রুভাবাপন্ন। ট্রমা স্মৃতি থেকে বিতাড়িত হয় না।

ভারত কেন ভাগ হলো তা এমন কোন সরল প্রশ্ন নয় যে একমাত্র জিন্নাহকে দোষ দিয়ে উত্তর পাওয়া যাবে। নেতাদের প্রায় সবাই এর জন্য দায়ী ছিল। দায়ী ছিল হিন্দুত্ববাদ ও বড় ব্যবসায়ীরা। একা জিন্নাহকে দোষারূপ ইতিহাসের ভুল ও সাম্প্রদায়িক পাঠ।

বিবিসি – দ্য চেজ প্লেয়ার 

ডিসেম্বর ২৭, ২০১৭

ইন্টার্ভিউঃ উই নিডেড এ ডেমন 

মুরাদুল ইসলাম